ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২২ অংশগ্রহনের নিয়মাবলি

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২২ এর আইসিটি কুইজ প্রতিযোগিতাটি দুইটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে অনলাইনে একটি বাছাই (প্রিলিমিনারি) প্রতিযোগিতা আয়োজন করা হবে যেখানে শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের নিজেদের ডিভাইস ব্যবহার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বাছাই প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় আয়োজকরা প্রশ্নপত্র প্রদান করবে এবং সেখানে কোন ধরণের ডিভাইসের প্রয়োজন হবে না।

কুইজ প্রতিযোগিতা

  • আইসিটি কুইজ প্রতিযোগিতা মোট দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে ।
    • জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি)
    • সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক ডিপ্লোমার ১ম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী)
  • জুনিয়র ক্যাটাগরিতে ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীরা এবং সিনিয়র ক্যাটাগরিতে ১০ম-১২শ শ্রেণী ও পলিটেকনিক ইন্সটিটিউটের ১ম-৪র্থ সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারেবে । এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আইসিটি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে।
  • প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে online.nhspc.net/register ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • একজন প্রতিযোগী কুইজ বা প্রোগ্রামিং প্রতিযোগিতার যেকোন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এনএইচএসপিসি ২০২২-এর কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে প্রোগ্রামিং-এ অংশ নেওয়া যাবে না।
  • কুইজে রেজিস্ট্রেশন করার পরে online.nhspc.net ঠিকানায় প্রস্তুতিমূলক কুইজে অংশ নেওয়া যাবে। 
  • কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি ধাপে। 
    • প্রস্তুতি পর্ব
    • মহড়া প্রতিযোগিতা
    • অনলাইন বাছাই প্রতিযোগিতা
    • মূল প্রতিযোগিতা
  • প্রস্তুতি পর্ব বিষয়ক তথ্য
    • কুইজে অংশগ্রহণের জন্য নিবন্ধন করার পরেই শিক্ষার্থীরা যাতে কুইজের বিষয়বস্তু, সিলেবাস, কুইজ প্ল্যাটফর্ম ইত্যাদির সঙ্গে পরিচিত হতে পারে, সেজন্য একটি প্রস্তুতি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই প্রস্তুতি কুইজে নিবন্ধন করা যে কোন শিক্ষার্থী অংশ নিতে পারবে। প্রতি ক্যাটাগরিতে প্রত্যেক প্রতিযোগীর জন্য প্রশ্ন থাকবে ৩০ টি। প্রস্তুতি প্রতিযোগিতার ফলাফল বাছাই বা জাতীয় প্রতিযোগিতার ফলাফলের সাথে যোগ করা হবে না।
  • মহড়া প্রতিযোগিতা
    • অনলাইন বাছাই প্রতিযোগিতার পূর্বে অনলাইনে একটি মহড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই মহড়া প্রতিযোগিতা অনলাইন বাছাই প্রতিযোগিতার অনুরূপ হবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে কুইজ প্ল্যাটফর্মে লগইন করে ৩০ মিনিটের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। মহড়া প্রতিযোগিতার ফলাফল বাছাই বা জাতীয় প্রতিযোগিতার ফলাফলের সাথে যোগ করা হবে না।
  • অনলাইন বাছাই প্রতিযোগিতা
    • অনালাইন বাছাই প্রতিযোগিতায় একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে কুইজ প্ল্যাটফর্মে লগইন করে ৩০ মিনিটের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। বাছাই প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হবে।
  • মূল প্রতিযোগিতা
    • অনলাইন বাছাই প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই পর্বের পরীক্ষায় প্রতি শিক্ষার্থীর জন্য প্রশ্ন সংখ্যা থাকবে ৩০ টি। চূড়ান্ত প্রতিযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর প্রদান করবে। চূড়ান্ত প্রতিযোগিতার মেধা তালিকা অনুযায়ী সেরাদেরকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হবে।
  • কুইজ প্রতিযোগিতায় আইসিটি বিষয়ক প্রশ্নের সঠিক উত্তরের জন্য নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না।
  • প্রত্যেক পর্বের প্রতিযোগিতায় সকল প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় ভাষাতে দেওয়া থাকবে। অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী যে কোন ভাষায় প্রশ্ন দেখে উত্তর দিতে পারবে।
  • সকল পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ও লিংক nhspc.net/schedule ঠিকানায় পাওয়া যাবে। 
  • প্রশ্ন পদ্ধতি
    • প্রতিটি পর্বে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। যেমন: বহুনির্বাচনী, সংখ্যায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি।
    • প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের ৩-৫ টি বিকল্প উত্তরের মধ্য হতে শিক্ষার্থীকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। উত্তর পত্রে এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর হতে পারে কোন একটি সংখ্যা। কুইজ প্ল্যাটফর্মে প্রশ্নের পাশেই নির্ধারিত বক্সে ওই সংখ্যাটি লিখে উত্তর দিতে হবে অথবা প্রশ্নের সঠিক উত্তরটি শূন্যস্থানে লিখতে হবে।


 

প্রোগ্রামিং প্রতিযোগিতা

  • এনএইচএসপিসি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২২ অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন করা সকল শিক্ষার্থী নিজ নিজ বাসা থেকে অনলাইনে মহড়া ও বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। বাছাই প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা অফলাইনে আয়োজন করা হবে।
  • প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ক্যাটাগরিতে। 
    • জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি)
    • সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী)
  • প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই online.nhspc.net ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • এনএইচএসপিসি ২০২২-এর প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে না। একজন প্রতিযোগী প্রোগ্রামিং বা কুইজ প্রতিযোগিতার যে কোন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
  • এনএইচএসপিসি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২২ মোট ৩ টি ধাপে অনুষ্ঠিত হবে।
    • মহড়া প্রতিযোগিতা
    • অনলাইন বাছাই প্রতিযোগিতা
    • জাতীয় প্রতিযোগিতা (ঢাকায় অনসাইট প্রতিযোগিতা)
  • মহড়া প্রতিযোগিতা অনলাইন বাছাই প্রতিযোগিতার আদলে অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষার্থীরা প্রতিযোগিতার বিষয়বস্তু, জাজিং প্ল্যাটফর্ম ইত্যাদির সঙ্গে পরিচিত হতে পারবে। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিজ নিজ বাসা থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে। মহড়া প্রতিযোগিতার ফলাফল বাছাই বা জাতীয় প্রতিযোগিতার ফলাফলের সাথে যোগ করা হবে না।
  • অনলাইন বাছাই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে জাজিং প্লাটফর্ম Toph.co এ লগইন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যেখানে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রামিং সমস্যা গুলোর সমাধান করতে হবে। বাছাই প্রতিযোগিতার মেধা তালিকা থেকে সারা দেশের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হবে।
  • অনলাইন বাছাই প্রতিযোগিতা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। চূড়ান্ত প্রতিযোগিতার মেধা তালিকা অনুযায়ী সেরাদেরকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হবে।
  • সকল পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ও লিংক এই  ঠিকানায় পাওয়া যাবে।
  • প্রতিযোগিতার প্রব্লেম সেট বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই পাওয়া যাবে। 
  • প্রতিযোগীরা প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র সি / সি++ ও পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে পারবে।
  • অনলাইন প্রতিযগিতায় অংশগ্রহণের সময় ব্যবহৃত কম্পিউটারে প্রতিযোগীকে নিজ দায়িত্বে অবশ্যই ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে এবং যেকোনো একটি কম্পাইলার বা আইডিই (যেমন: কোডব্লক, ডেভসি++, পাইথন) ইনস্টল থাকতে হবে। প্রতিযোগীর কোন প্রকার টেকনিক্যাল সমস্যার জন্য আয়োজক কমিটি দায়ী থাকবে না।
  • প্রোগ্রামিং প্রতিযোগিতায় শিক্ষার্থীরা একক ভাবে অংশগ্রহণ করবে। দলগত ভাবে অংশগ্রহণ করতে পারবে না।
  • প্রতিযোগিতায় প্রত্যেক সমস্যার জন্য পুর্ণ স্কোরের পাশাপাশি আংশিক স্কোর পদ্ধতি থাকবে। স্কোর বণ্টন প্রত্যেক সমস্যার ইনপুট আউটপুট বর্ণনায় লিখা থাকবে।
  • প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।